DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও বানানোর অপরাধে ডিজিটাল আইনে তরুণ গ্রেপ্তার!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ শরীয়তপুরে পদ্মা সেতু নিয়ে  টিকটক ভিডিও বানানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এক তরুণকে গ্রেপ্তার করেছে  জাজিরা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত তরুণের নাম হেলাল উদ্দিন ঢালী।  সোমবার তাকে পদ্মা সেতুর পিলারে নিচ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হেলাল জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন। তার বিরুদ্ধে জাজিরা থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সেতুর নিরাপত্তা কাজে নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সদস্যরা পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। হঠাৎ করে তারা দেখতে পান, পদ্মা সেতুর ৪২ নং পিলারের পাশে হেলাল বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও বানাচ্ছেন। কাছে এসে দেখেন, টিকটকে তিনি ভিডিও বানাচ্ছেন। তখন তাকে দুটি মুঠোফোনসহ আটক করা হয়

এ সময় তার মুঠোফোনে পদ্মা সেতু নিয়ে  বিভিন্ন টিকটক ভিডিও পাওয়া যায়।

এ সময় সেনা সদস্যরা তাকে জাজিরা নিয়ে এলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার তাকে জাজিরা থানায় হস্তান্তর করেন। পরে জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এরপর তাকে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share this post

scroll to top
error: Content is protected !!