DMCA.com Protection Status
ADS

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন পালিত

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দেশে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ বিএনপির পূর্ব ঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।  গত শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনশন শুরু হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টা থেকেই ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতীকী অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা এতে অংশ নিয়েছেন বিকেল ৩টা পর্যন্ত বিএনপি এ অনশন কর্মসূচি পালন করেছে বলে জানা গেছে।

কর্মসূচি ঘিরে মৎস্য ভবন, কদম ফোয়ারা, পল্টনসহ প্রেসক্লাবের আশপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Share this post

scroll to top
error: Content is protected !!