DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

জিয়ার মাজারে ফুল দিতে গিয়ে পুলিশের গুলিতে ৫০বিএনপি নেতা-কর্মী আহত

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আজ সকাল ১০টার পর রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গনে ফুল দিতে গেলে পুলিশের বাধার মুখে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই পরিস্থিতিতে বিনা উস্কানীতে পুলিশ টিয়ারশেল ও গুলি করলে প্রায় ৫০জন নেতা কর্মী গুলি বিদ্ধ হন।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে। 

পুলিশের গুলিতে আহত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন, জিয়ার মাজারে ফুল দিতে এসেছিলাম আমরা। পুলিশের কাছে অনুমতি নেওয়া ছিল। কিন্তু জিয়ার মাজারে ঢুকতে সব পথ বন্ধ করে দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও গুলি করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে এ বিষয় এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 

এর কিছুক্ষন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য পুলিশকে দায়ী করেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!