DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

অশান্ত পরিবেশের মধ্যেই ভারতীয় সেনাপ্রধান জেনারেল মুকুন্দের বাংলাদেশ সফর!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ভারতের প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরে উদ্ভুত উত্তপ্ত অবস্থার মধ্যেই  ৫ দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সঙ্গে রয়েছেন তার স্ত্রী বীণা নারাভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল। গতকাল তারা ঢাকায় আসেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল এম এম নারাভানে সেনাসদরে ভারতে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ এর এক লাখ ডোজ টিকা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে হস্তান্তর করেন।

এর আগে ঢাকা সেনানিবাসস্থ সেনাসদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে জেনারেল এম এম নারাভানে সৌজন্য সাক্ষাৎ করেন।

আইএসপিআর জানিয়েছে, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়, পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ইত্যাদি বিষয়সমূহের ওপর গুরুত্বারোপ করা হয়। 

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় ভারতের প্রশংসনীয় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ। একইভাবে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনী  প্রধান।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের পূর্বে গতকাল দুপুরে জেনারেল নারাভানে ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে জেনারেল নারাভানে সেনাকুঞ্জে বৃক্ষরোপণ করেন। আইএসপিআর জানিয়েছে, সফরকালে ভারতের সেনাবাহিনী প্রধান আগামী ১১ই এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিতব্য ‘আর্মি  চিফস কনক্লেভ’-এ অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ৪-১২ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বহুজাতিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’ পরিচালিত হচ্ছে। এই অনুশীলনের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ অধ্যায় ‘আর্মি চিফস্‌ কনক্লেভ’ যেখানে অংশগ্রহণকারী দেশসমূহের সেনা প্রধানগণসহ বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধানগণ ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। সফর শেষে ভারতীয় প্রতিনিধি দলটি আগামী ১৩ই এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে।

Share this post

scroll to top
error: Content is protected !!