DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশ ক্রমশ স্বৈরতান্ত্রিক হচ্ছে : ভ্যারাইটিস অব ডেমোক্রেসির রিপোর্ট

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিশ্বের খ্যাতনামা গনতান্ত্রিক থিংকট্যান্ক  ভ্যারাইটিস অব ডেমোক্রেসি বা ভি-ডেম ইনস্টিটিউটের উদারনৈতিক গণতন্ত্র ইনডেক্সে (এলডিআই) বিশ্বের ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৫৪তম অবস্থানে।

সংস্থাটির এ বছরের গণতন্ত্র প্রতিবেদনে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক এক। এই বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থাকে 'নির্বাচিত একনায়কতন্ত্র' বিভাগে রাখা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হংকং, বাংলাদেশ, হাঙ্গেরি, ফিলিপাইন, তানজানিয়ার মতো জনবহুল দেশগুলো একনায়কতান্ত্রিক দলের অন্তর্ভুক্ত।

২০১০ থেকে ২০২০ সালের মধ্যে গণতন্ত্রের অবস্থার তুলনা করে দেয়া এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ 'ক্রমশ স্বৈরতান্ত্রিক হচ্ছে'। ভি-ডেমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধিত্বকারী দেশ ভারতও ‘নির্বাচিত একনায়কতন্ত্রের’ দেশে পরিণত হয়েছে। সেখানে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের প্রতি হুমকি আরো বাড়ছে। শূন্য দশমিক ৮৮ স্কোর নিয়ে এই সূচকে প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক।

উল্লেখ্য, ১৯৮৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ২০২টি দেশের ডেটাসেটের ওপর ভিত্তি করে ভি-ডেমের প্রতিবেদন তৈরি করা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!