DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিএনপি আমলের দুর্নীতির বিষবৃক্ষের ফল এখন ভোগ করছে দেশ: শেখ হাসিনা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত বিএনপি সরকার ‘দুর্নীতির যে বিষবৃক্ষ রোপণ’ করে গেছে এখন বাংলাদেশ এখন তার ফল ভোগ করছে।

একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৬তম বর্ষ উপলক্ষে শুক্রবার আওয়ামী লীগ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির কাছে ক্ষমতা হলো দুর্নীতির মাধ্যমে টাকা কামানোর উপায় এবং দেশ এখন তাদের সেই পাঁচ বছরের(২০০১-২০০৬) দুঃশাসন কালে রোপণ করা বিষবৃক্ষের চরম মূল্য দিচ্ছে।’

এ সময় তিনি বলেন, তার সরকার একের পর এক দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছে।

গত ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় জড়িত থাকার জন্য বিএনপি-জামায়াত জোটকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘হত্যাকাণ্ড বিএনপির অভ্যাস। তারা দেশের স্বাধীনতা এবং স্বাধীনতা যুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।’

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশ নেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা দলীয় কার্যালয়ে মঞ্চে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং ১৫ আগস্টের হত্যাযজ্ঞে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!