DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এইচআইভির মতো পৃথিবীতে স্থায়ী হয়ে যেতে পারে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস পৃথিবীতে স্থায়ী হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  প্রতিষ্ঠানটি জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানায়, প্রাণঘাতী করোনা ভাইরাস হয়তো কখনোই পৃথিবী থেকে চিরতরে যাবে না। এইচআইভি ভাইরাসের মতো করোনা ভাইরাস (কোভিড-১৯) স্থানীয় ভাইরাস হয়ে যেতে পারে। বিশ্বজুড়ে সব মানুষকে এটির সঙ্গে লড়ে বেঁচে থাকা শিখতে হবে।

হু আরও জানায়, করোনারভাইরাস কত দিন পর্যন্ত বিস্তার লাভ করবে, এ নিয়ে পূর্ব ধারণা করা ঠিক হবে না। এটি ঠেকাতে ব্যাপক চেষ্টা চালাতেই হবে। এরই মধ্যে বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা ৪৫ লাখ ২৫ হাজার অতিক্রম করেছে বলে ওয়ার্ল্ডোমিটার শুক্রবার ভোর পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছে।

মাত্র সাড়ে চার মাসে করোনা বিশ্বকে পদানত করে কেড়ে নিয়েছে ৩ লাখ ৩ হাজার ৩৭১ জন মানুষের প্রাণ। গত ২৪ ঘণ্টায়ও সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৩৩৫ জন ও মারা গেছে ৫ হাজার ৩১৭ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে ১৫ লাখ ৫৭ হাজার আক্রান্তের সঙ্গে ইতিমধ্যেই মারা গেছে ৮৬ হাজার ৯১২ জন মানুষ।

Share this post

scroll to top
error: Content is protected !!