DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশের রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে ‘মুজিবনগর’ করার দাবী।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম অবিলম্বে ‘মুজিবনগর’ করার দাবী জানিয়েছে।

মানববন্ধনে উপস্থিত দলটির নেতারা বলেন, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীনতা পেতাম না, সেখানে ঢাকা শহরকে ‘মুজিবনগর’ করা কোনো ব্যাপার না। এটা খুব ছোট দাবি। এ দাবি অনেক আগেই হওয়া উচিত ছিল।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী রাজধানীর নাম ছিল মুজিবনগর। তাই ঢাকাকে মুজিবনগর নামকরণ যথার্থ। আমরা এটাও জানি যে, ঢাকার একটা অংশের নাম ‘শেরে বাংলা নগর’।  বিগত কয়েক বছরে ঢাকার অনেক উন্নয়ন হয়েছে, অগ্রগতি হয়েছে। এখন ঢাকার প্রধান যে অঞ্চলটা আছে, তার নাম অবশ্যই মুজিবনগর হতে পারে।

Share this post

scroll to top
error: Content is protected !!