নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে: রিজভী

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 

রিজভী বলেন, এখনো ক্রান্তিকাল শেষ হয়নি। সরকারের উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও, বিএনপি কর্মীসহ অনেক আন্দোলনকারীর নামে মামলা এখনও রয়ে গেছে। 

এসময় আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী।  

Share this post

scroll to top