DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

পাঁচ হাজারি ক্লাবে তামিম

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ টি-২০ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আজ বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ৫৪ রান করে অপরাজিত ছিলেন তামিম। এ ইনিংসের মাধ্যমে টি-২০ ফরম্যাটে ক্যারিয়ারের পাঁচ হাজার রান পূর্ণ করেন তামিম।

বিপিএলের আজকের ম্যাচ খেলতে নামার আগে ১৮৬ ম্যাচের ১৮৫ ইনিংসে তামিমের রান ছিল ৪৯৭৫। ৫৪ রানের ইনিংস খেলে নিজের রানকে ৫০২৯-এ নিয়ে গেলেন তিনি। টি-২০ ক্যারিয়ারে দুটি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরির মালিক তামিমের ব্যাটিং গড় ২৯ দশমিক ৫৮।

এই তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। ৩৬৫ ম্যাচে ২১টি সেঞ্চুরি ও ৭৬টি হাফসেঞ্চুরিতে ১২১৯২ রান রয়েছে এই ক্যারিবীয় ব্যাটিং দানবের।

 

বিপিএলের সেঞ্চুরিয়ানরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরটি শুরুর দিকে না জমলেও শেষের দিকে জমে উঠেছে। চট্টগ্রাম পর্বে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটসম্যানরা। এবারের বিপিএলে এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি হয়েছে। ইতোমধ্যে তিনটিই হয়েছে চট্টগ্রামের মাটিতে। সর্বশেষ গতকাল খুলনা টাইটান্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এভিন লুইস।

তবে যে চারটি সেঞ্চুরি হয়েছে তার সব কয়টিই বিদেশীদের দখলে। গত ২১ জানুয়ারি কুমিল্লার বিপক্ষে সেঞ্চুরি করেন রাজশাহী কিংসের লোরি ইভান্স।

২৫ জানুয়ারি চিটাগং ভাইকিংসের বিপক্ষে সেঞ্চুরি করেন রংপুর রাইডার্সের আলেক্স হেলস ও রাইলি রুশো।

সব মিলিয়ে বিপিএলের এখন পর্যন্ত মোট ১৬টি সেঞ্চুরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ক্যারিবীয়ান দানব ক্রিস গেইল। পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এর মধ্যে ২০১৭ সালের বিপিএলেই করেছেন দুটি।

আর দ্বিতীয় স্থানে আছেন এভিন লুইস। তিনি সেঞ্চুরি করেছেন দুটি।

সেঞ্চুরিয়ান- স্কোর- বনাম- সাল
ক্রিস গেইল ১০১* বরিশাল-সিলেট ২০১২
ক্রিস গেইল ১১৬ বরিশাল-ঢাকা ২০১২
ডোয়াইন স্মিথ ১০৩* খুলনা-সিলেট ২০১২
আহমেদ শেহজাদ ১১৩* বরিশাল-রাজশাহী ২০১২
শাহরিয়ার নাফিস ১০২* খুলনা-রাজশাহী ২০১৩
আশরাফুল ১০৩* ঢাকা-খুলনা ২০১৩
ক্রিস গেইল ১১৪ ঢাকা-সিলেট ২০১৩
এভিন লুইস ১০১* বরিশাল-ঢাকা ২০১৫
সাব্বির রহমান ১২২ রাজশাহী-বরিশাল ২০১৬
ক্রিস গেইল ১২৬* রংপুর-খুলনা ২০১৭
জনসন চার্লস ১০৫* রংপুর-কুমিল্লা ২০১৭
ক্রিস গেইল ১৪৬* রংপুর-ঢাকা ২০১৭
লোরি ইভান্স ১০৪* রাজশাহী-কুমিল্লা ২০১৯
অ্যালেক্স হেলস ১০০ রংপুর-চট্টগ্রাম ২০১৯
রিলি রুশো ১০০* রংপুর-চট্টগ্রাম ২০১৯
এভিন লুইস ১০৯* কুমিল্লা-খুলনা ২০১৯

Share this post

scroll to top
error: Content is protected !!