DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিশ্বে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়ঃ প্রথম যুদ্ধবিদ্ধস্ত দামেস্ক।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় হলো।

লন্ডনভিত্তিক ইকোনমিস্ট গ্রুপের ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে এ তথ্য উঠে এসেছে।

রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা বিবেচনায় বিশ্বব্যাপী ১৪০ শহরের ওপর জরিপ চালিয়ে তালিকাটি প্রকাশ করেছে সংস্থাটি।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হারিয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে।

প্রথমবারের মতো ইউরোপের কোনো শহর ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে শীর্ষ স্থান অর্জন করল।

২০১৮ সালে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় থাকা অন্যগুলো হল- মেলবোর্ন, অস্ট্রেলিয়া, ওসাকা – জাপান, ক্যালগেরি – কানাডা, সিডনি – অস্ট্রেলিয়া, ভ্যাংকুভার – কানাডা, টোকিও – জাপান, টরন্টো – কানাডা, কোপেনহেগেন – ডেনমার্ক এবং অ্যাডিলেড – অস্ট্রেলিয়া।

অন্যদিকে বাস অযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার দামেস্ক,বাংলাদেের রাজধানী ঢাকা দ্বিতীয় , নাইজেরিয়ার লাগোস তালিকায় তৃতীয়, পাকিস্তানের করাচি চতুর্থ এবং পাপুয়া নিউগিনির পোর্ট মোরিসবে পঞ্চম স্থানে রয়েছে।

ইকোনমিস্ট বলছে, বাস অযোগ্য শহরের র‌্যাংকিংয়ের ক্ষেত্রে অপরাধ, নাগরিক অশান্তি, সন্ত্রাস,যোগাযোগ ব্যবস্থা এবং যুদ্ধ ‘শক্তিশালী ভূমিকা’ পালন করেছে। 

সূত্র: ইউএনবি।

Share this post

scroll to top
error: Content is protected !!