DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ফটো সাংবাদিক শহিদুল অালমকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে নিজ বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। রোববার (৫ আগস্ট) সাড়ে ১০টায় তাকে ধানমন্ডি ৯/এ এর বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন। তবে তিনি পুলিশের হেফাজতে নেই বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। দৃক গ্যালারির এই প্রতিষ্ঠাতা পেশায় ফটো সাংবাদিক।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-ধানমন্ডি) আবদুল্লাহ হেল কাফি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আমরা পরিবারের অভিযোগ খতিয়ে দেখছি।’

ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মহিদ-উল-ইসলাম  বলেন, ‘এ বিষয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। সর্বশেষ রাত দেড়টা পর্যন্ত জিডিটি এন্ট্রি করা হয়নি।’

Share this post

scroll to top
error: Content is protected !!