DMCA.com Protection Status
ADS

জনতার প্রশ্ন শুনে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন মেয়র সাঈদ খোকন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  জনতার সওয়ালের জবাব দিতে গিয়ে হুড়মুড় করে মঞ্চ ভেঙে মাটিতে পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)মেয়র সাঈদ খোন সহ প্রায় ৩০ জন।

তবে এতে কেউ তেন আহত হননি। ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন নাগরিক সমস্যার কথা শুনতে ও তার সমাধান করতে 'জনতার মুখোমুখি জনপ্রতিনিধি' অনুষ্ঠানে এমন দুর্ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার রাজধানীর পরিবাগ মসজিদ সংলগ্ন দক্ষিণ গেইটে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন ও উর্ধ্বতন কর্মকর্তারা।

সাধারণ জনতার প্রশ্ন শুরু হতেই হুড়মুড় করে মঞ্চ ভেঙ্গে যায়। এসময় সবাই নিচে পড়ে যান।

পড়ে যাওয়া থেকে উঠে দাঁড়িয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি। সবাই ভালো আছেন।’

তিনি বলেন, ‘যেহেতু এমন দুর্ঘটনা ঘটেছে তাই আজ আর দুই-একটি প্রশ্ন নিয়েই অনুষ্ঠান শেষ করে দিবো।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ্যাডভোকেট এম এ হামিদের সভাপতিত্বে 'জনতার মুখোমুখি জনপ্রতিনিধি' শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছিল।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, প্রধান বর্জ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!