DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর বিশেষ চিঠি,বিষয়বস্তু জানা যায়নি।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশের অনির্বাচিত  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি বিশেষ চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চিঠিটি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

এসময় প্রধানমন্ত্রীকে ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের সিনিয়র সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক উদয় মহুরকরের লেখা বই ‘মার্চিং উইথ এ বিলিয়ন’-এর একটি কপি দেন হর্ষবর্ধন শ্রীংলা। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, হাইকমিশনার শেখ হাসিনার নিকট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন। এ বইয়ের একটি ব্যক্তিগত কপিও প্রদান করেন হর্ষবর্ধন শ্রীংলা।

তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে সরকারের দ্বায়িত্বশীল মহলের কাছ থেকে কিছু জানা যায়নি।

 ‘মার্চিং উইথ এ বিলিয়ন’-এ মোদি সরকারের ক্ষমতার তিন বছরের নানা দিক ও শাসন এবং সরকারের কাজের প্রধান ক্ষেত্রসমূহ গুরুত্ব পায়। এই বইয়ে নরেন্দ্র মোদি সরকারের মিডটার্ম পর্যালোচনা করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!