DMCA.com Protection Status
title="শোকাহত

আগস্টে দেশে আরো জঙ্গী হামলা হতে পারেঃ ওবায়দুল কাদের

 ok1 copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আসন্ন আগস্ট মাসে দেশে আরো জঙ্গি হামলা হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এ আশংকার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, 'গুলশান ও শোলাকিয়া হামলার পর আমরা শংকিত। জঙ্গিরা হয়তো আগামী আগস্ট মাস হামলার জন্য বেছে নিতে পারে। ওই মাসে তারা আরো অঘটন ঘটাতে পারে। তাই প্রশাসনকে সকল প্রস্তুতি নিতে বলা হয়েছে।'

মধ্যবর্তী নির্বাচন হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এ সরকারের আরও সোয়া দুই বছর মেয়াদ রয়েছে। মেয়াদ শেষ হলেই নিয়মানুযায়ী নির্বাচন দেয়া হবে। মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন দিবেন কি না তা প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন।'

ভুলতা ফ্লাইওভার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে ফ্লাইওভারের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া ২৯০টি পাইলিংয়ের মধ্যে ২২০টি পাইলিং করে ফেলা হয়েছে। এছাড়া ২৭টি পিলারের মধ্যে ছয়টি পিলারের কাজ শেষ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন, প্রকল্প পরিচালক রিয়াজ আহাম্মেদ, জেলা এএসপি আনোয়ার হোসেন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরীফুল ইসলাম, মাহবুব শাহ, রবিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share this post

scroll to top
error: Content is protected !!