DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

গুলশান ও শোলাকিয়ায় হামলায় আইএস নয়, জেএমবি দায়ী : আইজিপি শহিদুল হক

igpolice copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  রাজধানীর গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় একই গোষ্ঠী জেএমবি জড়িত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার দুপুরে কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদগাহ মাঠ পরিদর্শনকালে তিনি একথা জানান।

আইজিপি বলেন, 'দুটি হামলায় একই গ্রুপের কাজ। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাদের মূল টার্গেট ছিল শোলাকিয়ার জামাতের মুসল্লিদের উপর হামলা।'

তিনি আরও বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, যে দেশের যেকোনো জায়গায় বড় ধরনের হামলা হতে পারে। আর সেই অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল।

শহীদুল হক জানান, হামলাকারীরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। পুলিশ সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের মোকাবেলা করেছে। যেসব পুলিশ সদস্য দেশের জন্য জীবন দিয়েছে সরকার ও পুলিশ বাহিনী তাদের পরিবারের পাশে থাকবে।

হামলাকারীদের সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা সম্পর্কে আইজিপি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কোনো হামলার ঘটনা ঘটলেই আইএস দায় স্বীকার করে। মূলত এরা জঙ্গি।

Share this post

scroll to top
error: Content is protected !!