DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নতুন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী!

download-110দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ  নতুন নামে আসছে তরুণ প্রজন্মের জামায়াত। আগামী কয়েক মাসের মধ্যেই ঘোষণা আসতে পারে দলটির।

তারা অপেক্ষা করছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নিষিদ্ধ হওয়া পর্যন্ত। ইতোমধ্যে নামও চুড়ান্ত হয়ে গেছে। চলছে গঠনতন্ত্র তৈরীসহ আনুসাঙ্গীক সকল কার্যক্রম। নতুন সংগঠনের নাম হচ্ছে-ইসলামী লিবারেল পার্টি-আইএলপি।

 

সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সরকার যত তাড়াতাড়ি সম্ভব জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করতে যাচ্ছে। এতে অবশ্য জামায়াতে ইসলামীর তরুণ নেতারা নাখোশ নন।

 

তারাও মনে করেন, জামায়াত নিষিদ্ধ হলে মুচবে যুদ্ধাপরাধ কলংকের কালিমা। জামায়াত নিষিদ্ধ হওয়ার পর পরিচ্ছন্ন একটি ইসলামী দল নিয়ে আসবেন তরুন প্রজন্ম। আর এ দলে থাকবে অনেক মেধাবী মুখ। দেশের বাইরে বসে তাদের কয়েকজন আইনজীবি দলের প্রাথমিক কার্যক্রম গোছাচ্ছেন।

 

জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের অনেকেই মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করায় এ অপবাদ বহন করতে হয়েছে নতুন প্রজন্মের জামায়াত নেতাকর্মীদের। জামায়াতের গায়ে লেগে থাকা যুদ্ধাপরাধের তকমা নিয়ে চলতে চান না নতুন প্রজন্ম।

 

তারা মনে করছেন, এ অবস্থা থেকে উত্তরণে নতুন দল গঠনের বিকল্প নেই। জামায়াতের তরুন প্রজন্মের যেসব নেতাকর্মী নতুন দল গঠনের সঙ্গে জড়িত, তারা সরাসরি কোন কথা বলছেন না। পুলিশী হয়রানি এড়াতে অনেকটা আড়ালে থেকেই তারা চালিয়ে যাচ্ছেন নতুন দল গঠনের কার্যক্রম। তবে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে আগামী ২/৩ মাসের মধ্যেই নতুন দলটি আত্নপ্রকাশ করতে পারে।

 

নাম প্রকাশ না করার শর্তে শিবিরের একাধিক নেতা নিশ্চিত করেছেন, নতুন দলের অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে থাকবেন শিবিরের অনেক নেতা। মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স ৫-৭ কিংবা ১০ বছর ছিলো তাদেরকে নেয়া হবে দলে।

 

নতুন দলে যে নামটি ঠিক করা হয়েছে, নির্বাচন কমিশনের নিবন্ধিত হতে যদি তা বাধাগ্রস্থ হয় তবে অন্য কোন নতুন নাম নির্ধারণ করা হবে। নতুন দলে থাকবেন ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী।

 

Share this post

scroll to top
error: Content is protected !!