DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

জঙ্গী দমনে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল

asadk copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গী তৎপরতার কোনো আগাম গোয়েন্দা তথ্য থাকলে তা বাংলাদেশকে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে।

বিবিসি বাংলাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী হামলা হওয়ার আগেই তা প্রতিরোধ করার দিকে জোর দিতে চাই।’

মন্ত্রী বলেন, এজন্য আগাম কোনো গোয়েন্দা তথ্য থাকলে তা সরকারকে জানানোর জন্য যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে। হামলার পরিকল্পনা আগেভাগে জানতে প্রযুক্তি এবং প্রশিক্ষণের জন্যও অনুরোধ করা হয়েছে। ‘তারা (যুক্তরাষ্ট্র) সহযোগিতা দিতে চেয়েছে, আশা করি দেবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গী তৎপরতা সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য পেতে ইতিমধ্যেই ভারত ও অস্ট্রেলিয়ার সাহায্য নিচ্ছে সরকার। সরকার সবসময় দাবি করছে বাংলাদেশের সন্ত্রাসীদের সাথে বিদেশি এবং আন্তর্জাতিক জঙ্গী সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই। সরকারের অবস্থান যখন এটাই তখন বিদেশিরা কিভাবে আগাম তথ্য দিতে পারে ? বিবিসির এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আবারো জোর দিয়েছেন, বাংলাদেশের সন্ত্রাসীরা ‘হোম গ্রোন’ অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরেই সৃষ্ট।

অথচ বাংলাদেশের জঙ্গী ইসলামিদের তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছে।

ইসলামিক স্টেট বাংলাদেশে তৎপর বলে মার্কিনিদের বদ্ধমূল ধারণা।

সম্প্রতি ঢাকায় দুজন সমকামী অধিকার কর্মী খুন হওয়ার পর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত খোলাখুলি বলেছেন, বাংলাদেশের একার  পক্ষে এই আন্তর্জাতিক জঙ্গী তৎপরতা মোকাবেলা করা সম্ভব নয়।

Share this post

scroll to top
error: Content is protected !!