DMCA.com Protection Status
ADS

জাকাতের কাপড় নিতে গিয়ে ২৫ জনের মৃত্যুঃ কারখানার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

jakatদৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ২৫ জন নিহতের ঘটনায় নূরানী জর্দা কারখানার মালিক ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

শুক্রবার বিকালে কোতোয়ালি মডেল থানায় এসআই রফিকুল ইসলাম এই মামলাটি করেন। ওসি কামরুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।

শুক্রবার ভোরে শহরের অতুল চক্রবর্তী রোডে নূরানী জর্দা কারখানার ফটকে হাজারখানেক মানুষ জাকাত নিতে জড়ো হলে ভিড়ের চাপে পদদলিত হয়ে ২৫ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় কারখানার মালিক শামীমসহ আটজনকে সকালেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় কোতোয়ালি পুলিশ। বাকি সাতজন হলেন- শামীমের ছেলে হেদায়েত হোসেন তালুকদার, কারখানার ম্যানেজার ইকবাল হোসেন, শামীমের আত্মীয় আরমান হোসেন, আলমগীর হোসেন, কারখানার কর্মচারী শামসুল ইসলাম আবদুল হমিদ ও গাড়ি চালক পারভেজ।

Share this post

scroll to top
error: Content is protected !!