DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমান ,বেগম খালেদা জিয়ার শোক

sirajক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রখ্যাত সাংবাদিক বিবিসি বাংলা বিভাগের সাবেক উপ-প্রধান সিরাজুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর।

 

তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসের রোগে ভুগছিলেন। সোমবার সকাল ১১টায় লন্ডনের রয়্যাল ফ্রি হসপিটালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী, সোফিয়া রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

সিরাজুর রহমান ১৯৬০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে যোগ দেন এবং ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে বিবিসি বাংলা বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। সিরাজুর রহমান (পুরো নাম আনম সিরাজুর রহমান) ১৯৩৪ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। কলকাতায় পড়াশুনা শেষে দৈনিক আজাদ, দৈনিক নবযুগ এবং সাপ্তাহিক মিল্লাতে কাজের মধ্য দিয়ে তার দীর্ঘ সাংবাদিক জীবনের সূচনা হয়। ১৯৬০ সালে তিনি বিবিসিতে যোগদান করেন।

 

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিবিসির বাংলা রেডিও অনুষ্ঠানে তার অবদানের জন্য সিরাজুর রহমান বাংলাদেশের জনগণের কাছে এক কিংবদন্তীতে পরিণত হন। ১৯৯৪ সালে বিবিসি থেকে অবসর নেয়ার পর মি. রহমান বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিতভাবে কলাম লিখতেন। তার এক ছেলে এবং এক মেয়ে আগেই মৃত্যুবরণ করেছে। বাবা মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান ছিলেন কলকাতা আলীয়া মাদরাসার শিক্ষক।

 

ঢাকা কলেজের ছাত্র হিসেবে সিরাজুর রহমান অংশ নেন ভাষা আন্দোলনে। বর্তমানে বাংলাদেশে প্রচলিত জাতীয় সঙ্গীতের অফিসিয়াল যে মিউজিকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় সেটা তৈরির পেছনে মূল ভূমিকা ছিল তার।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক লন্ডনপ্রবাসী বিবিসির প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত শোকবার্তায় খালেদা জিয়া বলেন, “মরহুম সিরাজুর রহমান ছিলেন বাংলাদেশে সাংবাদিকতার ইতিহাসে একজন পথিকৃত ব্যক্তিত্ব ও প্রবাদপ্রতীম পূরুষ। সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, সকল গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিবিসিতে তার কণ্ঠ ছিল প্রেরণাদায়ক। তার সাংবাদিকতা পেশায় ভাষ্যে ও লেখনিতে গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণকারীরা রবাবরই উজ্জীবিত হয়েছে।”

 

তিনি বলেন, “মরহুম সিরাজুর রহমান ছিলেন একজন মহান জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক। বাংলাদেশের মানুষেরা দেশের এমন একজন সুযোগ্য কীর্তিমান পুরুষকে হারিয়ে শোকে আজ মুহ্যমান। প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীসহ দেশবাসী এবং আমার দলের সকল পর্যায়ের নেতা-কর্মী তার মৃত্যুতে শোকবিহব্বল।

 

তার শুন্যতা সহজে পূরণ হবার নয়। পরম করুনাময় আল্লঅহর দরবারে প্রার্থনা করি তিনি যেন তাকে জান্নাতবাসী করেন।” বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরহুম সিরাজুর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জানান।

Share this post

scroll to top
error: Content is protected !!