DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নারী ধুমপায়ীর সংখ্যায় বিশ্বে দ্বিতীয় ভারত

smokerধূমপানে মহিলাদের মধ্যে সারা পৃথিবীতে দ্বিতীয় স্থানে ভারতীয়রা। এ দেশে মহিলা ধূমপায়ীর সংখ্যা ১ কোটি ২১ লাখ।
 
ঢাকঢোল পিটিয়ে তামাক বর্জনে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হলেও, ধূমপানে আমেরিকার ঠিক পরেই জায়গা করে নিয়েছেন ভারতীয় মহিলারা।
 
দেখা গেছে, ভারতবর্ষে যেসব কারণে মানুষের মৃত্যু হয়, তার মধ্যে তিন নম্বরে রয়েছে তামাক সেবন। অথচ যত দিন যাচ্ছে ক্রমেই মহিলাদের মধ্যে বেড়ে চলেছে ধূমপানের প্রবণতা। যদিও পুরুষদের মধ্যে তামাক সেবনের প্রবণতা কমেছে। ১৯৮০ সালে যা ছিল ৩৩.৮%, ২০১২ সালে তা হয়েছে ২৩%। এক সমীক্ষায় এই তথ্য প্রকাশিত হয়েছে। দেখা গেছে, ২০১২ সালে ১০ জন পুরুষের মধ্যে তিনজন রোজ ধুমপান করেন। আর মহিলাদের মধ্যে দৈনিক ধুমপায়ীর সংখ্যাটা হল ২০ জনে একজন।
 
এই সমীক্ষায় উদ্বিগ্ন পাবলিক হেলথ ফাউণ্ডেশন অফ ইন্ডিয়ার সভাপতি ড. কে শ্রীনাথ রেড্ডি জানিয়েছেন, ‘ভারতীয় পুরুষ ও মহিলাদের মধ্যে মারাত্মক হারে বেড়েছে ধুমপানের প্রবণতা। এটা রুখতে আরও পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

Share this post

scroll to top
error: Content is protected !!