DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

অব্যাহত তালেবান হামলার মুখে সরকার বিরোধী আন্দোলন বন্ধের ঘোষণা ইমরান খানের

 

103540_1পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে তালেবান হামলায় ১৩২ শিক্ষার্থীসহ ১৪১ জন নিহতের ঘটনার পর সরকারবিরোধী আন্দোলন বন্ধের ঘোষণা দিয়েছেন পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রধান ইমরান খান। ইসলামাবাদে গত বুধবার এই ঘোষণা দেন তিনি। খবর ডননিউজের।

পিটিআইয়ের উচ্চ পর্যায়ের কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমরান।


সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমার জীবনে আমি এমন নিষ্ঠুর আচরণ দেখিনি… আমি এখনও বুঝতে পারছি না কীভাবে মানুষ এ ধরনের শিশুদের হত্যা করতে পারে।’দলীয় সমর্থকদের উদ্দেশ্যে ইমরান বলেন, ‘দেশের বর্তমান অবস্থায় আমরা আন্দোলন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘কেউ যদি এভাবে আমার সন্তানকে হত্যা করত, তাহলে অবশ্যই আমি এর প্রতিশোধ নিতাম।’

দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন সব রাজনৈতিক দলের বৈঠকে ইমরান জানান, তিনি দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন।

পিটিআই প্রধান বলেন, ‘নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করতে দ্বিধাবোধ করছিলাম। কিন্তু দেশের স্বার্থ বিবেচনা করে সেখানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই।’

নিজেদের আন্দোলন সম্পর্কে ইমরান বলেন, ‘গত কয়েক মাসে আমি দেখেছি পাকিস্তানের জনগণ তাদের অধিকারের দাবিতে জেগে উঠেছে। আমরা পাকিস্তান জুড়ে ঐতিহাসিক র‌্যালি করেছি। রেকর্ড সংখ্যক লোক সেখানে যোগ দিয়েছে।’

বিক্ষোভ কর্মসূচি বন্ধের ঘোষণা দিলেও ভোট জালিয়াতির বিচারের ব্যাপারে তার দল লড়াই চালিয়ে যাবে বলে উল্লেখ করেছেন তিনি।

তবে পিটিআইয়ের অনেক সমর্থক ইমরানের আন্দোলন বন্ধের ঘোষণা মেনে নেয়নি। ইমরানের ঘোষণার পরও তারা ইসলামাবাদের ডি-চক ছাড়েনি। এমনকি তারা ইমরান খানের গাড়িও আটকে রাখে।

এদিকে ইমরান খানের বিক্ষোভ কর্মসূচি বন্ধের ঘোষণাকে স্বাগতম জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

প্রধানমন্ত্রীর পদত্যাগ ও পুনর্নির্বাচনের দাবিতে প্রায় ৪ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিল ইমরানের নেতৃত্বাধীন পিটিআই।

Share this post

scroll to top
error: Content is protected !!