DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

হাইকোর্টের রুলঃ ১৬তম সংশোধনী কেন সংবিধান পরিপন্থী নয়?

1415517779বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে আনা সংবিধানের ১৬তম সংশোধনী আইন কেন সংবিধানপরিপন্থী হবে না- তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের কেবিনেট সচিব, রাষ্ট্রপতির সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিবসহ পাঁচ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।




সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবীর দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেন। ৯ আইনজীবীর পক্ষে রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

Share this post

scroll to top
error: Content is protected !!