DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

লাক্স-চ্যানেল আই সুপারস্টার হলেন নাদিয়া

1415536518এ বছর লাক্স-চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হয়েছেন নাদিয়া আফরিন।

প্রথম রানারআপ হয়েছেন নাজিফা আনজুম আর দ্বিতীয় রানারআপ হয়েছেন নীলাঞ্জনা নীলা। বিজ্ঞ বিচারকদের দেয়া মার্কস, দর্শকদের ভোট আর আগের সব পারফরমেন্সের ওপর ভিত্তি করে এবার বিজয়ীর মুকুট ছিনিয়ে নিলেন নাদিয়া। পুরস্কার হিসেবে তিনি জিতে নেন একটি ব্র্যান্ড নিউ কার, ১০ লাখ টাকা এবং বাংলাদেশের ফেস অব লাক্স হওয়ার সুযোগ।

আর প্রথম রানারআপ পেয়েছেন পাঁচ লাখ ও দ্বিতীয় রানারআপ পেয়েছেন তিন লাখ টাকা। এছাড়া তাদের জন্য রয়েছে নানা উপহার সামগ্রী, চ্যানেল আইতে নাটক ও টেলিফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ।



বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১৪ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালের মাধ্যমে শেষ হয় এবারের আয়োজন। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন প্রখ্যাত অভিনয়শিল্পী আলী যাকের, কণ্ঠশিল্পী শাকিলা জাফর, অভিনেত্রী অপি করিম, মডেল নোবেল ও সংগীতশিল্পী তাহসান।

লাক্স চ্যানেল আই সুপারস্টারের ৮ম সিজন শুরু হয়েছিল ২০১৪ সালের মে মাসে। এ সিজনে এ বছরের সুন্দরী প্রতিযোগীদের নিয়ে প্রচারিত হয় ১২টি পর্ব। হাজার সুন্দরীকে পেছনে ফেলে লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৪ এর শীর্ষ পাঁচে জায়গা করে নেয়া সুন্দরীরা হলেন—নীলাঞ্জনা নীলা, নাজিফা আনজুম, নাদিয়া আফরিন, সুপ্রিয়া শবনম ও ফাহমিদা তাসনিম প্রেমা।

 

Share this post

scroll to top
error: Content is protected !!