DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

‘আন্দোলনের প্রস্তুতি নিন’,

image_80792_0দল ও দলের নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার দ্রুত বিচার আইনের মেয়াদ বৃদ্ধি করেছে অভিযোগ করে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আন্দোলনের প্রস্তুতি নিন। এটাই একমাত্র সমাধান।

নজরুল বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে সফল হতে পারলে কারাগারে আটক বিএনপির সকল নেতাই মুক্তি পাবেন। মানববন্ধন করে কোনো লাভ হবে না। মানববন্ধন বা সভা-সেমিনার আর নয়। এই গণবিচ্ছিন্ন সরকার হটাতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা জেলা (উত্তর) শাখা এ মানববন্ধনের আয়োজন করে। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জেলে পাঠানোর জন্য দ্রুত বিচার আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। পাশাপাশি বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখতে এবং জনপ্রিয় নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই এ মেয়াদ বাড়ানো হয়েছে।

কারণ যে কারও দুই বছরের বেশি সাজা হলেই সে নির্বাচনে অযোগ্য হবে। দেশে দুই ধরনের আইন চলছে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, সরকারি দলের জন্য এক ধরনের আইন আর বিরোধী দলের জন্য আরেক আইন। এসব বন্ধ করে অবিলম্বে খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির সব নেতার মুক্তি দাবি করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে বিদ্যুত্ সঞ্চালনে লাভ-লোকসানের হিসাব করা হয়নি।

আগে বলা হয়েছিল তিস্তার পানি না পেলে ট্রানজিট দেয়া হবে না। আমরা কি তিস্তার পানি পেয়েছি? তাহলে কিসের হিসাবে দেশ চলবে। সরকারের ব্যর্থতার কারণেই আমরা তিস্তার ন্যায্য হিস্যা পাচ্ছি না। এ কারণে তিস্তাপারের মানুষ চরম দুর্ভোগে আছে। বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

এছাড়া বিচার বিভাগ, প্রশাসনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এককেন্দ্রিক করেছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাসের কেন্দ্রীয় সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!