DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এবার আসছেন তৃতীয় বুশ!

97903_1যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জানিয়েছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার ভাই জেব বুশের (আর) প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। তবে এ সম্ভাবনা ৫০-৫০ বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

রোববার সিবিএস টেলিভিশনে প্রচারিত রাজনীতি বিষয়ক ‘ফেস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে জর্জ বুশ এ কথা জানান।


জর্জ বুশ বলেন, ‘জেবকে নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়ে গেছে। আমি আনুষ্ঠানিকভাবে এই গুঞ্জনে ইন্ধন দিচ্ছি এই বলে যে, আমি প্রত্যাশা করি সে লড়বে। আমি মনে করি, সে একজন দক্ষ প্রেসিডেন্ট হিসেবে আবির্ভূত হবে।’৬১ বছর বয়সী জেব ফ্লোরিডার সাবেক গভর্নর এবং বুশের (৬৮) ছোট ভাই অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের (৯০) দ্বিতীয় ছেলে।

তিনি বলেন, ‘নির্বাচনে লড়ার সিদ্ধান্তটা অনেক সুখকর হলেও এটা আমরা সবাই জানি যে, সিদ্ধান্তটা নিতে তাকে চিন্তা করে কতটা ঘাম ঝরাতে হচ্ছে।’

তবে, কঠিন এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জেব তার শরণাপন্ন হচ্ছেন না বলেও জানান ২০০১-২০০৯ মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা বুশ।

ইরাক-আফগানিস্তানে অভিযানের নামে অসংখ্য বেসামরিক লোক হত্যার জন্য বিশ্বব্যাপী কড়া সমালোচনার মুখে পড়া বুশ পরিবারের দ্বিতীয় প্রেসিডেন্ট বলেন, ‘জেব আসলে পারিবারিক ঐতিহ্য মাথায় রেখে নিজেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করছে। সে দেখেছে তার বাবা-ভাই প্রেসিডেন্সি করেছেন। আমি মনে করি জেব এ ব্যাপারে ভীত নয়। আমার মনে হয়, সে এই দায়িত্ব পালন করতে পারবে এবং কোনো ধরনের ব্যর্থতার কথাও চিন্তা করছে না।’

জর্জ বুশ জানান, বাবা এইচ ডব্লিউ বুশ তাদের দুই ভাইকে শিখিয়েছেন ভালো বাবা হওয়ার পাশাপাশি দেশের সেবা করতে রাজনীতিও করা যায়। সে লক্ষ্যেই রাজনীতিতে নেমেছেন জেব।

Share this post

scroll to top
error: Content is protected !!