DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ইয়াবা উদ্ধার অভিযানঃ ডাকাত সন্দেহে এক কর্মকর্তা সহ চার পুলিশ গনপিটুনীতে গুরুতর আহত।

POLICE-pic-madaripur-e1410452154933 মাদারীপুরের শিবচ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা উদ্ধার করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন শিবচর থানার চার পুলিশ সদস্য। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপপরিদর্শক (এসআই) গোবিন্দ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ, এএসআই আলমগীর ও কনস্টেবল মানিক মোল্যা। গুরুতর আহত এসআই গোবিন্দকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসময় পুলিশ সদস্যদের উদ্ধার করতে এসে আহত হয়েছেন স্থানীয় তোতা মিঞা হাওলাদার ও ইউপি সদস্য আব্দুল লতিফ খান।

পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে খলিল (৩৫) ও জাকির (২৮) নামে দুইজনকে আটক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থমথমে ভাব বিরাজ করছে এলাকায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার কর্মকর্তাসহ চারজন সন্ধ্যায় কাঁঠালবাড়ী এলাকার বাংলাবাজারে বাদশা মিঞা নামের এক ব্যক্তির কসমেটিকসের দোকানে অভিযান চালায়। এসময় একটি পলিথিনে মোড়ানো প্যাকেটে চার পিস  ইয়াবা ও গাঁজা পান তারা। এসময় দোকানিকে আটক করতে চাইলে আশেপাশের লোকজন এসে বাধা দেয়।

তাৎক্ষণিকভাবে খবর দিয়ে প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসীকে জড়ো করে দোকানিরা। এসময় বাজারের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করে এলাকাবাসীদের জড়ো করে। পরিস্থিতি খরাপ দেখে পুলিশ সদস্যরা নিজেদের রক্ষার্থে দোকানের ভেতর আত্মগোপন করে।

পরে স্থানীয়রা টেনে-হিঁচড়ে তাদের বাইরে বের করে এনে পিটুনি দিতে থাকে। এসময় আত্মরক্ষায় দিকবিদিক ছুটে পালানোর চেষ্টা করে পুলিশ সদস্যরা। মারাত্মক আহত অবস্থায় তাদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয় কয়েকজন।

খবর পেয়ে শিবচর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে এলাকায় অসংখ্য পুলিশ মোতায়েন রয়েছে। ভয়ে এলাকাবাসী আশেপাশের গ্রামে পালিয়ে গেছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, ‘গুরুতর আহত এসআই গোবিন্দকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Share this post

scroll to top
error: Content is protected !!