DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

চলে গেলেন গানের পাখী ফিরোজা বেগম

download (63)চলে গেলেন উপমহাদেশের অন্যতম সেরা সংগীত সাধক এবং  নজরুলের গানের পাখি ফিরোজা বেগম। মঙ্গলবার রাত সোয়া ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না…রাজিউন)।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৩৪ সালের ২৮ জুলাই ফরিদপুরের রাতইল ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উপমহাদেশের কিংবদন্তি বিখ্যাত নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম। তার বাবা ছিলেন খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মা বেগম কওকাবুন্নেসা।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

download (62) nropoz3g১৯৫৫ সালে বিখ্যাত সুরকার কমল দাশগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়।

ফিরোজা বেগমের তিন সন্তান- তাহসিন আহমেদ, কণ্ঠশিল্পী হামিন আহমেদ ও শাফিন আহমেদ।

১৯৪২ সালে মাত্র ১২ বছর বয়সে নজরুলের ইসলামি গান নিয়ে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড প্রকাশ করেছিল বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি।তবে তার নজরুল গীতির প্রথম রেকর্ড বের হয় ১৯৪৯ সালে।

নজরুলসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশে-বিদেশে পেয়েছেন নানা পুরস্কার। স্বাধীনতা পদক, একুশে পদক, নেতাজী সুভাষ চন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নাসিরউদ্দীন স্বর্ণপদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্বর্ণপদক, সেরা নজরুলসংগীতশিল্পী পুরস্কার (টানা বেশ কয়েকবার), নজরুল আকাদেমি পদক, চুরুলিয়া স্বর্ণপদক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট, এমন আরও অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

এছাড়া জাপানের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিবিএস থেকে পেয়েছেন গোল্ড ডিস্ক। ২০১১ সালে পেয়েছেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার।

বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্র ও কিডনি জটিলতার পাশাপাশি জন্ডিসে আক্রান্ত হন ফিরোজ বেগম। গত শুক্রবার তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সোমবার বিকেলে ডায়ালিসিস করার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়।

ফিরোজা বেগমের ছেলে ও মাইলস ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ মঙ্গলবার দুপুরে দৈনিক প্রথম বাংলাদেশকে কে বলেন, ‘হৃদরোগের পাশাপাশি মা কিডনিজনিত সমস্যায় ভুগছেন। তাই হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল মায়ের ডায়ালিসিস করে। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে চললেও তার জ্ঞান ফিরছে না।’

firozaসোমবার বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত ফিরোজা বেগমের ডায়ালিসিস চলে। কিন্তু ডায়ালিসিস প্রক্রিয়া শেষ হলেও, সকাল থেকে তার আর জ্ঞান ফেরেনি।

ফিরোজা বেগমের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক মজিবুর রহমান জানান, মঙ্গলবার রাত পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। অবস্থার উন্নতি না হলে আইসিইউতে নেয়া হবে।শেষ পর্যন্ত এই নশ্বর পৃথিবী ছেড়ে অনন্ত যাতায় চলে গেলেন এই দেশ বরেন্য শিল্পী।

Share this post

scroll to top
error: Content is protected !!