DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সিলেটের পুলিশী নির্যাতনঃ ওসি আতাউরসহ ৫ পুলিশের নামে মামলার নির্দেশ হাইকোর্টের

y1yhfpakসিলেট কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ওসি আতাউরের বিরুদ্ধে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ নির্দেশ দেন।

জানা যায়, গত ১৭ জুলাই কতোয়ালি থানার ওসি আতাউর রহমান ও ওসি (তদন্ত) শ্যামল বণিক, উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম, উপ সহকারি পরিদর্শক (এএসআই) তাহের ও কনস্টেবল অধির ছাতক পৌরসভার মেয়রের ভাই কামাল আহমদ চৌধুরীকে থানায় শারীরিক নির্যাতন করেন।

এ ঘটনায় কামাল আহমদ চৌধুরীর ছোট ভাই শামীম আহমদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।

বৃহস্পতিবার বিচারক সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গণির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পুলিশের আইজিপি এবং সিলেটের পুলিশ কমিশনারকে ওসি আতাউরসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। ঘটনাটি তদন্ত করে চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মানবাধিকার সংস্থার চেয়ারম্যানকে নির্দেশ দেন।

এ ব্যাপারে শামীম আহমদ চৌধুরী বলেন, ‘তার পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ আবেদনের শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালতের বিচারকরা ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য আইজিপি এবং সিলেটের পুলিশ কমিশনারকে নির্দেশ দেন।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমত উল্লাহ দৈনিক প্রথম বাংলাদেশ কে বলেন, ‘হাইকোর্টের বিষয়টি শুনেছি। তবে কাগজপত্র এখনো হাতে এসে পৌঁছেনি। কাগজপত্র পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ, গত ১৭ জুলাই নয়াসড়কে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ছাতক পৌর মেয়র কালাম আহমদ চৌধুরীর বড় ভাই কামাল চৌধুরীকে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি আতাউর রহমান তার সহযোগীদের নিয়ে শারীরিক নির্যাতন করেন। এতে  গুরুতর আহত হয়ে কামাল চৌধুরী এখনও এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।পরবর্তিতে তার পরিবার ঐ পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করতে চাইলে পুলিশ মামলা নিতে অস্বিকৃতি  জানায়।

Share this post

scroll to top
error: Content is protected !!