DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ইসরায়েলের পক্ষে অবস্থান নিলো মোদি সরকারঃগাজায় হামলার নিন্দায় অস্বীকৃতি

index13 (1)ফিলিস্তিনের নিপীড়িত শিশু ও জনগণের পাশে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি।

বিরোধী দলগুলো গাজায় ইসরায়েলি বাহিনর বর্বর  হামলার প্রতিবাদ করে সংসদে নিন্দা প্রস্তাব নেওয়ার দাবি তুললে লোকসভায় তা নাকচ করে দেয় বিজেপি। গাজা ইস্যুতে সরকারের অনড় অবস্থানের প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন কংগ্রেস, সিপিএম, পিডিপি এবং তৃণমূলের সাংসদরা। এ সম্পর্কে ১৬ জুলাই আনন্দবাজার পত্রিকায় ‘বিরোধী চাপেও গাজায় নাক গলাচ্ছে না দিল্লি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

আজ বুধবার লোকসভায় পিডিপি নেত্রী মেহবুবা মুফতি সংসদে মুলতুবি প্রস্তাবের জন্য নোটিস দেন। তার মতে, ব্রিকস সম্মেলন উপলক্ষে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এখন ব্রাজিলে। সেখানেই ভারতের উদ্যোগে প্রস্তাব নেওয়া হোক গাজায় একতরফা হামলার প্রতিবাদে। সরকার সংসদেও নিন্দা-প্রস্তাব গ্রহণ করুক। একই দাবিতে মুখর হয় অন্যান্য বিরোধী দলও।

কিন্তু এই নিন্দা প্রস্তাবের সম্ভাবনা খারিজ করে দেয় কেন্দ্র। ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া বলেন, ‘“আমরা অবশ্যই সব দেশের শান্তিপূর্ণ সহাবস্থান চাই। কিন্তু দু’টি দেশের মধ্যে সংঘাতের ব্যাপারে ভারত একটি তৃতীয় দেশ হিসেবে কী ভাবে কোনও প্রস্তাব আনতে পারে? দেশের ঘরোয়া রাজনীতির স্বার্থ পূরণে এমনটা করা যায় না।” অন্যদিকে বেঙ্কাইয়ার এই মন্তব্যে বিরোধীরা অভিযোগ করেন, তিনি কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো দলগুলির মুসলিম-তোষণের নীতিকে কটাক্ষ করছেন। বিজেপির মত দক্ষিণপন্থী একটা সাম্প্রদায়িক দল তো এমন আচরণই করবে বলে মন্তব্য করেছে সিপিএম।

কী কারণে ফিলিস্তিনে ইসরায়েল হামলার প্রতিবাদ করবে না ইন্ডিয়া এমন প্রসঙ্গে ভারতের কূটনীতিকরা বলছেন, প্রতিরক্ষা, কৃষি, জল-সহ বিভিন্ন বিষয় নিয়ে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ করার চেষ্টা করছে ভারত। মোদী ক্ষমতায় আসার পর আরও গভীর করার চেষ্টা চলছে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক। প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনার যে সিদ্ধান্ত নেওয়ার পরে, ইজরায়েল থেকে বড় বিনিয়োগ আশা করছে সাউথ ব্লক। এমন পরিস্থিতিতে এনডিএ সরকার এমন কিছু করতে নারাজ যাতে ইজরায়েলের সঙ্গে সম্পর্কে কোনও বিরূপ আঁচ পড়ে।

এদিকে কাশ্মীরি ব্যবসায়ীরা ইজরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন। গাজায় ইজরায়েলি হানা বন্ধের দাবিতে পশ্চিমবঙ্গে রাজ্য বামফ্রন্ট পরশু কলকাতায় মিছিল করবে। তবে পুরো ভারতব্যাপী প্রতিবাদের ঝড় উঠলেও গাজা ইস্যুতে ফিলিস্তিনীদের পক্ষ নিয়ে প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের বিরাগভাজন হতে চায় না বিজেপি সরকার।

উল্লেখ্য বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে প্রায় কয়েক কোটি ভারতীয় কাজ করছে এবং ভারতের বৈদেশিক মূদ্রার একটি বড় অংশ এ খাত থেকে আসলেও ,বিশ্ব মুসলিমদের স্বার্থ উপেক্ষা করার সাহস দেখালো ভারত ,যা ছিলো অনাকাংখিত।

Share this post

scroll to top
error: Content is protected !!