DMCA.com Protection Status
title="শোকাহত

মন্ট্রিয়ল প্রবাসী প্রকৌশলী মুরাদের পিতার ইন্তেকাল:সকল প্রবাসী সংগঠনের শোক এবং সমবেদনা প্রকাশ

download (17)মনট্রিয়ল প্রবাসী প্রিয় ব্যক্তিত্ব,  ওসাবের গ্লোবাল কো-অর্ডিনেটর এবং কানাডা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী খন্দকার জুলফিকার হায়দার মুরাদের পিতা জনাব কাদের খন্দকার গতকাল ৮ জুলাই রাত ১০:৩০ মিনিটের সময় ঢাকার এলিফ্যান্ট রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

 

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো প্রায় ৯০ বছর। তিনি দুই পুত্র এবং তিন কন্যা রেখে গেছেন। যারা দেশে এবং প্রবাসে স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। এ খবর শুনে জনাব মুরাদ গত রাত ১১টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে গেছেন। তিনি দেশে পৌছানোর পরই মরহুমের দাফন সম্পন্ন করে তাকে তার নিজ গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার কলাকোপায় কবরস্থ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

জনাব কাদের খন্দকারের মৃত্যুতে কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল আহমেদ চৌধুরী,   প্রথম বাংলাদেশ  প্রকাশনা পরিবার সহ প্রবাসের বহু রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন এবং জনাব মুরাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলের প্রথম সপ্তাহে  প্রকৌশলী খন্দকার জুলফিকার হায়দার মুরাদের মাতাও ইন্তেকাল করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!