DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মন্ট্রিয়লে নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসঃ প্রবাসী সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়

10252113_10203966252065779_6834748973451838649_nনোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে প্রানবন্ত কিছু সময়ঃ

 
দৈনিক প্রথম বাংলাদেশ এক্সক্লুসিভঃ  আজ বিকেলে কানাডার মনট্রিয়ল সফর রত নোবেল বিজয়ী, বরেন্য অর্থনীতিবীদ,বিশ্বব্যাপি নন্দিত ক্ষুদ্রঋন কর্মসূচীর প্রবক্তা,বিশ্বখ্যাত গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ মোঃ ইউনুসের সাথে মন্ট্রিয়লের স্বনামধন্য প্রবাসী সাংবাদিকদের এক প্রানবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
10301128_10203966257225908_4891250083224327644_nসংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রশু এই সভায় উপস্থিত সকল প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে  অত্যন্ত খোলামেলা আলোচনা করেন ডঃ ইউনূস।মন্ট্রিয়লের অতি পরিচিত কম্যুনিটি ব্যক্তিত্ব জনাব এজাজ আখতার তৌফিকের ঐকান্তিক প্রচেষ্টায় ডঃ ইউনূসের অতি ব্যস্ত শিডিউলের মাঝেও এই সভা অনুষ্ঠান সম্ভবপর হয়।
 
মন্ট্রিয়ল ডাউনটাউনে আয়োজিত এই  সভার শুরুতে ডঃ ইউনূস অতি ব্যস্ততার কারনে এই সভা সংক্ষিপ্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বাংলাদেশীদের মিলন মেলায় উপস্থিত থাকবার প্রতিশ্রুতি দেন।
 
উপস্হিত সকলেই তাদের সময় দেবার জন্য ডঃ ইউনূসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ ও দির্ঘ জীবন কামনা করেন।
 
10339550_10203966256305885_5163841089916606908_nআলোচনায় প্রফেসর ইউনূস  বাংলাদেশীদের বিশ্বব্যাপি নতুন নতুন ধ্যান ধারনা উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে আরও পরিচিত করার উপর গুরুত্বারোপ করেন।
 
বাংলাদেশকে এক অপার সম্ভাবনার দেশ হিসাবে উল্লেখ করে তিনি বলেন,গ্রামীন ব্যাংক যেভাবে বিশ্ব ব্যাপী প্রশংসা এবং নোবেল পুরষ্কার অর্জন করেছে ,এই সন্মানের  সমান ভাগীদার বাংলাদেশের ১৬কোটি মানুষ।
 
তিনি বলেন দেশকে প্রান দিয়ে ভালোবাসতে হবে এবং দেশ এর জন্য গর্ব বোধ করার মতো কাজ আমাদের করতে হবে।তিনি এপ্রসঙ্গে প্রবাসী বাংলাদেশীদের বিশ্বব্যাপি সুনাম অর্জনের   ভূয়সী প্রশংসা করেন।
 
10364018_10203966255425863_4746321345067358026_nপ্রফেসর ইউনূস বলেন ,গ্রামীন ব্যাংক তথা ক্ষুদ্রঋন পদ্ধতি সমস্ত বিশ্বে অভুতপূর্ব প্রশংসা পেয়েছে এবং এর সাথে বাংলাদেশকে মডেল হিসাবে গ্রহন করেছে সমগ্র বিশ্ব।তিনি উপস্থিত সাংবাদিক বৃন্দকে আরও বেশী বেশী বাংলাদেশের সাফল্য গাথা ছড়িয়ে দিতে অনুরোধ করেন।
 
উপস্থিত সূধিবৃন্দ প্রফেসর ইউনূসকে আশ্বস্ত করেন যে আমাদের নতুন প্রজন্ম এদেশে শিক্ষা দিক্ষা ও গবেষনায় উৎকর্ষতা অর্জনে কাজ করে চলেছে ,সাথে সাথে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্য ধারন করে চলেছে স্বগৌরবে।
 
এই হ্রদয় গ্রাহী মতবিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহন করেন,বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের সভাপতি জনাব এজাজ আখতার তৌফিক,দৈনিক প্রথম বাংলাদেশ এর সম্পাদক ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজু,সাপ্তাহিক আজকালের মন্ট্রিয়ল ব্যুরো প্রধান জনাবা শামসাদ রানা,সাপ্তাহিক বাংলা কাগজের মন্ট্রিয়ল ব্যুরো প্রধান জনাব শরীফ ইকবাল চৌধুরী,বিটিভি ও চ্যানেল এস এর মন্ট্রিয়ল ব্যুরো প্রধান জনাব সদেরা সুজন,বিডিলাইভ২৪.কম এর মন্ট্রিয়ল ব্যুরো প্রধান প্রকৌশলী শিহাবউদ্দিন,জনবানী.কম এর সম্পাদক জনাব ইকবাল কবীর প্রমূখ।
 

Share this post

scroll to top
error: Content is protected !!