DMCA.com Protection Status
title="শোকাহত

প্রধানমন্ত্রী ইনলাক দোষী সাব্যস্তঃ থাইল্যান্ডে সঙ্কট ঘনীভূত

6_71381থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইনলাক সিনাওয়াত্রাকে দোষী সাব্যস্ত করেছে। সরকারিভাবে চাল কেনার এক প্রকল্পে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে কমিশন। এর আগে বুধবার এক আদেশে থাইল্যান্ডের আদালত ইনলাককে পদচ্যুত করেন। এই পরিস্থিতিতে দেশটির সিনেট সাবেক এই প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করলে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে তিনি নিষিদ্ধ হতে পারেন। আল জাজিরার খবরে এসব তথ্য জানা গেছে।

 

প্রধানমন্ত্রী থাকাকালে ইনলাক দেশের প্রতিরক্ষামন্ত্রীকে পদচ্যুত করেন। আদালত বলেছেন, ইনলাক বেআইনিভাবে ওই মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছেন, যার সুবিধা পেয়েছেন ইনলাকেরই এক স্বজন। ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির কারণে আদালত তাকে পদত্যাগ করার নির্দেশ দেন। আদালতের এই রায়ে ইনলাকবিরোধীরা খুশি হলেও তার দলের লোকজন আপত্তি তুলেছেন। তারা বিক্ষোভের ডাক দিতে পারেন। ব্যাংকক পোস্টের খবরে জানা গেছে, ইনলাকের সঙ্গে তার সরকারের আরও ৯ মন্ত্রীও পদত্যাগ করেছেন।

 

দুর্নীতি দমন কমিশনের প্রধান প্যান্থেপ ক্লেনারঙ বলেন, 'কমিটি তদন্ত (ইনলাকের বিরুদ্ধে) করেছে এবং মামলা করার জন্য যথেষ্ট প্রমাণ পেয়েছে। এবার আমরা বিষয়টি নিয়ে সিনেটের দ্বারস্থ হব।' সিনেটে দোষ প্রমাণিত হলেই কেবল ইনলাকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আসতে পারে; অর্থাৎ তিনি রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারেন পাঁচ বছরের জন্য।

 

প্রসঙ্গত, থাইল্যান্ডের দুর্নীতি দমন কমিশন অনেকটা আদালতের মতো স্বাধীন একটি প্রতিষ্ঠান। কমিশনের দাবি, চাল কেনার যে প্রকল্পে ইনলাককে দোষী সাব্যস্ত করা হয়েছে, ওই প্রকল্প বাদ দেয়ার জন্য তাকে কমিশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। ইনলাকের স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী নিওথারঙ বুনসঙপিসানকে।

 

Share this post

scroll to top
error: Content is protected !!