DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতেই মামলা স্থানান্তর’:সাংবাদিক সম্বেলনে মির্জা ফখরুল

FAKRUL ISLAMসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্ত করছে বলে দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা জানতে পেরেছি খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি মহানগর দায়রা জজ আদালত থেকে বিডিআর পিলখানা বিদ্রোহ মামলা চালানোর বিশেষ আদালতে সরকার স্থানান্তর করেছে। আমরা মনে করি, এটি সরকারের সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ।’

রাজনীতি থেকে খালেদা জিয়াকে দূরে রাখা ও দেশবাসীর কাছে তার ভাবমূর্তি নষ্ট করতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

সরকারের এই সিদ্ধান্তকে হীন পদক্ষেপ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। পাশাপাশি স্পষ্ট ভাষায় মির্জা ফখরুল বলেন, ‘অনৈতিকভাবে নির্বাচিত এই জনবিচ্ছিন্ন সরকার তাদের এই ঘৃণ্য পদক্ষেপ কোনোদিনই বাস্তবায়ন করতে পারবে না।’

 

আগামী ১৪ মে নারায়ণগঞ্জে সমাবেশের অনুমতি না দেয়া এবং জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা স্থানান্তরের খবর প্রকাশের পর দলের প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সাতজন অপহরণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপিও ইতিপূর্বে এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের সান্ত্বনা ও দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সুচিন্তিত দিকনির্দেশনা দিতে নারায়ণগঞ্জ বিএনপির আমন্ত্রণে খালেদা জিয়া সেখানে যেতে চেয়েছিলেন; কিন্তু অতীব দুঃখের বিষয় প্রথমে অনুমতি দেয়ার কথা বললেও পরে আইনশৃঙ্খলা রক্ষার অজুহাতে নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত্ আইভী আগামী ১৪ মে বিএনপির জনসভার অনুমতি দেননি। তার এ পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই মুখপাত্র। একই সঙ্গে অবিলম্বে জনসভার অনুমতি দেয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি মেয়রের প্রতি তিনি আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে বাধা দেয়া গণতন্ত্রকে বাধা দেয়ার শামিল। মেয়র আইভী বিএনপিকে ১৪ মে জনসভা করতে না দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অনুমতি দেবেন বলেও ফখরুল আশা প্রকাশ করেন। তবে মানুষের পাশে দাঁড়াতে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকালে নারায়ণগঞ্জে গেছে বলেও জানান বিএনপির এ মুখপাত্র।

১৪ মে জনসভার দিন ঠিক করে অনুমতির জন্য সিটি করপোরেশনে বুধবার দুপুরে আবেদন করেছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার। ওইদিন রাতে সিটি মেয়র আইভী সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এবং তারা যে স্থানে অনুমতি চাইছে, সেই রাস্তার পাশে হাসপাতাল থাকায় বিএনপিকে অনুমতি দেয়া যাচ্ছে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে বঙ্গবন্ধু সড়কে সমাবেশ করতে চেয়ে সিটি করপোরেশনের কাছে অনুমতি চায় বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, শিল্প সম্পাদক একেএম মোশাররফ হোসেন, সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা চিকিত্সার জন্য বুধবার রাতে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন; কিন্তু ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে যেতে দেননি। কারণ সরকারের ওপর মহলের নির্দেশে সাদেক হোসেনকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত সাদেক হোসেন খোকা দেশের বাইরে যাওয়ার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনার ডকুমেন্ট সাংবাদিকদের দেখান এবং তিনি বলেন, দেশের বাইরে যেতে বাধা না দিতে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আমাকে যেতে দেয়া হয়নি। এতে সরকার আদালতের নির্দেশ অমান্য করেছে। তারা প্রমাণ করেছে, জনগণের প্রত্যাখ্যাত ভোটারবিহীন নির্বাচনে জোর করে ক্ষমতায় থাকা এই সরকার আদালতকে কোনো মূল্য দেয় না।

খোকা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ব্যর্থতার চরম অবস্থা দেখিয়েছেন। নারায়ণগঞ্জের অপহূত ও পরে খুনের শিকার কমিশনার নজরুল কয়েকদিন আগেই তার ক্ষতির আশঙ্কার কথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছিলেন; কিন্তু তিনি ব্যবস্থা না নিয়ে তাচ্ছিল্য করে নজরুলকে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে দেখা করতে বলেছিলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, ওই নৃশংস খুনের সঙ্গে শুধু র্যাব সদস্যরাই নয়, পরোক্ষভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও জড়িত।’ এ ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীরও বিচার দাবি করেন খোকা।

 

Share this post

scroll to top
error: Content is protected !!