DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

দেশের সকল গুম-খুনের জন্য বিএনপিই দায়ীঃমে দিবসের জনসভায় শেখ হাসিনা

image_89042_0প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি নেত্রী দেশে অত্যাচার করে যখন কুল পাননি। তখন বিদেশিদের কাছে নালিশ করতে গেছেন। নালিশ করে কি পেয়েছেন বালিশ পেয়েছেন। গ্রাম বাংলায় একটা কথা আছে ‘নালিশ করে বালিশ পায় ভাঙা জুতার বাড়ি খায়’। নির্বাচনে অংশ না নিয়ে বেগম খালেদা জিয়া ভাঙা জুতার বাড়ি খেয়েছেন।’



গাজীপুর ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বৃহস্পতিবার বিকেলে মে দিবসের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জাতীয় শ্রমিকলীগ এ সমাবেশের আয়োজন করে।



বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে হত্যার রাজনীতি শুরু হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন দেশকে অস্থিতিশীল করতে গুম ও গুপ্তহত্যা শুরু করেছে বিএনপি,দেশের সকল গুম-খুনের জন্য বিএনপিই দায়।



বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন বিএনপি নেত্রী কী করে? তিনি আমেরিকার কাছে চিঠি লেখে বাংলাদেশে জিএসপি বন্ধ করার জন্য। পরে যখন উনার কাছে জানতে চাওয়া হলো, তখন উনি বলেন যে, উনি কিছুই জানেন না।’



তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে সারের জন্য ১৮ কৃষককে গুলি করে মেরেছিল। শ্রমিকরাও ন্যায্য মজুরি আদায়ের জন্য আন্দোলন করেছিল আর তাদের মজুরির বদলে গুলি দিয়েছিল তারা।’



তিনি আরো বলেন, ‘বিএনপি ধর্মের নামে রাজনীতি করে। তারাই আবার ধর্মীও গ্রন্থ পড়ায় ও ধর্মের অপব্যহার করে। মসজিদে আগুন দেয়। বিএনপির কাজ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা। তারা রাজাকারদেরও মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ করে দিয়েছিল। তাদের আমলে জঙ্গিবাদের দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের আমলে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’



প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে অনেক কলকারখানা বন্ধ করে দিয়েছে। বেকার হয়েছে লাখ লাখ শ্রমিক। অনেক শ্রমিক ন্যায্য মজুরি পায়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কলকারখানাগুলো চালু করেছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন ১৬০০ টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীত করেছি।’



তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে ফেলার চেষ্ঠা করেছিল। কিন্তু পারেনি, কারণ আমরা বিজয়ী জাতি।’

Share this post

scroll to top
error: Content is protected !!