DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ঝড়ো হাওয়ায় ‘দ্রুতযান এক্সপ্রেস’ যমুনা সেতুর উপর লাইনচ্যুতঃ ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

Tangail-Tren-বঙ্গবন্ধু সেতুর ওপর আকস্মিক ঝড়ের কবলে পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

ট্রেনের পরিচালক ছবুর খান জানান, রাত পৌনে ১১টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেসটি পার হচ্ছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে সেতুর ৮ ও ৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের ১৩ বগির মধ্যে নয়টি লাইনচ্যুত হয়েছে।

 

ট্রেনটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী ছিল। এসময় যাত্রীরা ট্রেনের দরজা ও জানালা দিয়ে লাফিয়ে নিরাপদে বেরিয়ে আসে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে একটি হাইড্রলিক ও পাকশী থেকে অপর একটি উদ্ধারকারী ট্রেন রাত থেকে উদ্ধার তত্পরতা চালাচ্ছে। 

 

রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল আওয়াল ভূঁইয়া জানান, উদ্ধারকাজ শেষ হতে সন্ধ্যানাগাদ সময় লাগবে। এরপর রেলযোগাযোগ স্বাভাবিক হতে পারে।

 

এদিকে ঘটনার পরপরই রাত তিনটার দিকে রেলমন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণেই এমনটি ঘটেছে। এছাড়া ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিঠি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

Share this post

scroll to top
error: Content is protected !!