DMCA.com Protection Status
title="শোকাহত

ভাইকে পেয়ে আনন্দে প্রাণ গেলো বোনের

image_86720_0ভাইকে একবার দেখার জন্য কম চেষ্টা করনেনি বোন সরলা জেবটরাম বদলানি। কিন্তু পারেননি। তবে পিছ পা হননি তিনি। ভিসার জন্য আবেদন করে অবশেষে পঞ্চমবারের চেষ্টায় তা পেয়েও যান। ভাইয়ের টানে ভারত ছেড়ে পাড়ি জমান পাকিস্তানে। পাকিস্তানের লারকানায় বাস করেন ভাই মহেশ কুমার।



১৬ বছর পর ভাইয়ের সঙ্গে দেখা হয় বোনের। আনন্দে আত্মহারা দু’জনেই। তবে সেই আনন্দ বেশিক্ষণ ঠাঁই হয়নি। ভাইকে দেখে আনন্দে প্রাণ হারান সরলা। আর তাতে কিছুক্ষণের মধ্যেই আনন্দঘন মুহ‌ূর্ত পরিণত হয় বিষাদে। যে চোখ দিয়ে বইছিল আনন্দাশ্রু, সেই চোখে তখন বিষাদের জল।



জানা গেছে, ভারতের রাজ্য মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে আসা বোন সরলা জেবটরামকে লাহোর বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে এসেছিলেন মহেশ কুমার। ১৬ বছর পর স্টেশনেই ভাইকে দেখার আনন্দে আবেগপ্রবণ হয়ে পড়েন সরলা। সেখানেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!