DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

১৭এপ্রিল,১৯৭১ বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়ঃসজীব ওয়াজেদ জয়

image_86867_0 ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।





বৃহস্পতিবার সন্ধ্যায় তার ফেসবুকের ওয়ালে তিনি এ তথ্য জানান।





তিনি ফেসবুক ওয়ালে লেখেন, আজ(১৭ ই এপ্রিল)ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা এই দিন শপথ নিয়েছিল। তাজউদ্দিন আহমেদ প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। তিনি সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সোহেল তাজের বাবা।





ওইদিন বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তিনি পাকিস্তানি সামরিক জান্তার হাতে বন্দি থাকায় সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেয়া হয়। তিনি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাবা।


 


তিনি আরও লেখেন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সমৃদ্ধ। স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে। স্বৈরশাসক এবং ভণ্ডরা আমাদের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাসকে কেউ বদলাতে পারে না।

Share this post

scroll to top
error: Content is protected !!