DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিজেপি’র ইশতেহার ঘোষণা

bjp_manifesto_bg_460060337অবকাঠামো উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, অর্থনৈতিক উন্নতির মতো একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি- বিজেপি। 

সোমবার ৫২ পৃষ্ঠার এ নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দলটি। 



মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কালোটাকা ফেরত আনা, স্বাস্থ্যনীতি প্রণয়ন, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদির দল।



এছাড়া আগামী পাঁচ বছর দেশের বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ করা, সবার কাছে বিশুদ্ধ পানি পৌছানো, ৩০ লাখ নারীর কর্মসংস্থান, সবার জন্য গ্রুপ ইন্সুরেন্স, মাত্র ১ ভাগ সুদে কৃষককে ঋণ প্রদান, কৃষকদের জন্য আবাসস্থানের ব্যবস্থা, প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করে দেওয়া, কৃষকদের ডিজেল ক্রয়ে ভর্তুকি প্রদান, সুষ্ঠু পয়:নিষ্কাশন ব্যবস্থাসহ নানা বিষয় উঠে আসে বিজেপির ইশতেহারে। 



সারাবিশ্বে হয়রানির শিকার হিন্দুদের জন্য ভারত নিরাপদ আশ্রয় হবে বলেও ইশতেহারে জানানো হয়।



প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে দলটি জানায়, তাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে জাতীয় স্বার্থ। 



প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে বিজেপি। তবে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না।

Share this post

scroll to top
error: Content is protected !!