DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিজিবির র্যাঙ্ক ব্যাজ প্রবর্তন

1395601189.বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) র্যাঙ্ক ব্যাজ পুনরায় প্রবর্তন করা হয়েছে। বিজিবি পুনর্গঠনের আওতায় রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ র্যাঙ্ক ব্যাজ প্রবর্তন করা হয়। এ সময় বিজিবির বর্তমান মহাপরিচালক জেনারেল আজিজ আহমেদকে প্রবর্তিত র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, নতুন র্যাঙ্ক ব্যাজে সেনাবাহিনী থেকে প্রেষণে বিজিবিতে কর্মরত কর্তকর্তাদের র্যাঙ্ক ব্যাজ অপরিবর্তিত রাখা হয়েছে। কেবল বিএসএফসহ পার্শ্ববর্তী দেশের সীমান্তরক্ষী বাহিনীর র্যাঙ্ক ব্যাজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার র্যাঙ্ক ব্যাজের সঙ্গে সঙ্গতি রেখে নতুন র্যাঙ্ক ব্যাজ দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, বিজিবি পুনর্গঠনের অংশ হিসেবে ইতোমধ্যে নতুন ৪টি অঞ্চল ও ৪টি নতুন সেক্টরসহ বিভিন্ন ইউনিট গঠন করা হয়েছে। উল্লেখ্য, বিজিবি সদস্যদেরকে প্রতিনিয়ত প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন পর্যায়ে (রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি) পতাকা বৈঠক ও দ্বিপাক্ষিক সম্মেলনের মাধ্যমে সীমান্ত বিরোধ নিষ্পত্তি করতে হয়। এসব পতাকা বৈঠক ও সম্মেলনে বিজিবি ও বিএসএফ প্রতিনিধি একই পর্যায়ের পদধারী হলেও সমর্যাংক ব্যাজ না হওয়ায় বিজিবি প্রতিনিধিকে প্রায়ই বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়।


 

Share this post

scroll to top
error: Content is protected !!