DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বৃহত্তর চট্টগ্রামের ১১ উপজেলায় ভোট কাল

12825_upচতুর্থ দফায় চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার ও বান্দরবানের ১১ উপজেলার নির্বাচন কাল রবিবার। উপজেলাগুলো হচ্ছে চট্টগ্রামের রাউজান, বাঁশখালী, আনোয়ারা, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, রাঙামাটির জুড়াইছড়ি, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের রামু ও কুতুবদিয়া। একই সাথে দেশের আরো ৯২ উপজেলাও কাল নির্বাচন হচ্ছে।
গতকাল শুক্রবার মধ্যরাতে এসব উপজেলায় আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। শেষদিনে প্রচারণায় মুখর ছিল এসব উপজেলা। আজ শনিবার প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার, ভোট বাক্স ও বিভিন্ন সরঞ্জামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন সকল প্রস্ত্ততি সম্পন্ন করেছে। এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।
এদিকে প্রশাসন রাউজানে ৮৩টি কেন্দ্রের মধ্যে ৬১টি, ফটিকছড়ির ১৩৩ টি কেন্দ্রের মধ্যে ৬১ টি, আনোয়ারায় ৬৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২০টি, বোয়ালখালীতে ৭৭টি কেন্দ্রের মধ্যে ৪৮টি, বাঁশখালীতে ১১০টি ভোট কেন্দ্রের মধ্যে ১০১ টি, রাঙ্গুনিয়ার ৮৬ টি কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহৃিত করেছে।
এবার চট্টগ্রামে ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে নির্বাচন হয়েছে হাটহাজারী ও মিরসরাই উপজেলায়। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে পটিয়া ও লোহাগাড়া উপজেলায় এবং ১৫ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে চন্দনাইশ ও সীতাকুন্ড উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসারের সদস্যের পাশাপাশি টহলরত অবস্থায় থাকবে র‌্যাব ও আর্মড পুলিশ। স্টাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনীও।
রাউজান : এ উপজেলায় মোট প্রার্থী ১১ জন। এরমধ্যে ৪ জন চেয়ারম্যান, ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান। ভোটার ২ লক্ষ ৩৬ হাজার ৮শ ৯২জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৭শ ৩৯জন। মহিলা ভোটার ১লক্ষ ১৭হাজার ১শ ৫৩জন। মোট ভোট কেন্দ্র ৮৩টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬১টি।
ফটিকছড়ি : এ উপজেলায় মোট প্রার্থী ১৪ জন। এরমধ্যে ৪ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান। ফটিকছড়িতে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ১’শ ৬৪ জন। এর মধ্যে পুরুষ ১লাখ ৬১ হাজার ৪৩৭ জন এবং মহিলা ১ লাখ ৬৪ হাজার ৭২৮ জন। মোট ১৩৩ টিকেন্দ্রের মধ্যে ৬১ টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহৃত করেছে প্রশাসন।
আনোয়ারা : এ উপজেলায় এবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করছেন। এরমধ্যে ২ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ৭৭ হাজার ১ জন। ভোট কেন্দ্র ৬৬টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ২০টি।
বোয়ালখালী : উপজেলায় মোট ৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৮টি ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে প্রশাসন। ১টি পৌরসভা ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত বোয়ালখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৫৮ হাজার ২ শত ৯৯ জন। এরমধ্যে পুরুষ ৮০ হাজার ৫ শত ২২ জন ও মহিলা ৭৭ হাজার ৭ শত ৭৭ জন।
বাঁশখালী : এ উপজেলায় ১১০টি ভোট কেন্দ্রের মধ্যে ১০১ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
উপজেলা ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত বাঁশখালীতে মোট ভোটার ২ লক্ষ ৬৮ হাজার ৭৮১ জন। এরমধ্যে মহিলা ১ লক্ষ ৩১ হাজার ৪৪৫ জন। নির্বাচনে মোট প্রার্থী জন। এরমধ্যে ৫ জন চেয়ারম্যান, ৭ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান।
রাঙ্গুনিয়া : এ উপজেলায় ৫ জন চেয়ারম্যান ও ৮ জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট রেহেনা আকতার বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ পদে ভোট হচ্ছে না। ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত রাঙ্গুনিয়া উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৭  হাজার ৯৩১ জন। মোট ৮৬ টি কেন্দ্রের মধ্যে ৩১টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।

Share this post

scroll to top
error: Content is protected !!