DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক ডাঃ হারুন-আল-রশীদের ইন্তেকাল

1781511_10203474374649151_1975319937_oচট্টগ্রাম মহানগরীর বিশিষ্ট চিকিৎসক,চট্টগ্রামের হলি হেলথ হাসপাতাল এ্যান্ড ওরিয়েন্টাল ডায়গনিস্টিক সেন্টার লিঃ এর পরিচালক এবং চিটাগাং ল্যাবের চেয়ারম্যান ডাঃ হারুন-আল-রশীদ গতকাল ২১শে মার্চ '১৪ এ চট্টগ্রামস্থ নিজ বাসভবনে হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর।তিনি তার স্ত্রী,দুই কন্যা  একমাত্র পূত্র এবং অগনিত বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।অত্যন্ত অমায়িক ও ভদ্র স্বভাবের ডাঃ হারুন জীবদ্দশায় বহুবিধ জনহিতকর ও সমাজকল্যান মূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!