DMCA.com Protection Status
ঈদ মোবারক

মোদির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন কেজরিওয়াল

ভা

image_82150_0

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বেন বলে জানা গেছে। ভারতের জি নিউজ বলছে, তিনি মোদির আসন উত্তর প্রদেশের বারানসি থেকে নির্বাচন করার চিন্তা করছেন।
 
আম আদমি  দলের শীর্ষ নেতা ভি বালাকৃষ্ণনন রোববার  বলেন, অরবিন্দ কেজরিওয়াল বারানসি আসন থেকেই লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  শনিবার বিজেপি মোদীর আসন ঘোষণা করার পর থেকেই বরানসি থেকেই কেজরিওয়ালের নির্বাচন করার জল্পনা শুরু হয়।।
 
এর আগে  কেজরিওয়াল মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে দিল্লির মসনদ দখল করেছিলেন। এবার দেশ দখলের লক্ষ্যে নেমে তিনি লড়তে চলেছেন মোদির বিরুদ্ধে। কেজরিওয়াল অবশ্য আগেই বলেছিলেন, তিনি সেখান থেকে লড়তে চান যেখানে নরেন্দ্র মোদি দাঁড়াবেন।

Share this post

scroll to top
error: Content is protected !!