DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ওআইসি মহাসচিব ঢাকায় এসেছেন আজ

image_80745_0ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানি চারদিনের সফরে ঢাকায় এসেছেন আজ।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে ওআইসির সহযোগিতা জোরদার ও সম্প্রসারিত করাই এ সফরের লক্ষ্য বলে জানা গেছে।

গত পহেলা ১ জানুয়ারি তিনি ওআইসির ১০ম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। আর ওআইসির মহাসচিব হিসেবে এটাই তার প্রথম ঢাকা সফর।

তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!