DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশের মেয়েদের পাকিস্থানের বিরুদ্ধে প্রথম সিরিজ জয়ঃ

index woman cricদ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দল । কোনো ওয়ানডে সিরিজ এই প্রথমবারের মতো জিতল মহিলা ক্রিকেট দল। কক্সবাজারে বৃহস্পতিবার সোহেলি আক্তার ও লতা দের নিয়ন্ত্রিত বোলিং এবং আয়েশা রহমান ও ফারজানা হকদের গোছানো ব্যাটিংয়ে সহজ জয়ই পায় বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। পাকিস্তানের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ২৮ রান করেছেন সৈয়দা ফাতেমা আবিদি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন অধিনায়ক সানা মির। তাদের এই দুটি ইনিংসের কল্যাণেই পাকিস্তান ৪৬.১ ওভারে অলআউট হওয়ার আগে ৮৭ রান করতে পারে। ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন সোহেলি আক্তার। রুমানা আহমেদ, পান্না ঘোষ ও লতা ম-ল নিয়েছেন ২টি করে উইকেট। জবাবে ৩৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পেঁৗছে যায়। আয়েশা ২৯ ও ফারজানা হক ১৮ রান করেছেন। এ ছাড়া লতা ম-ল করেছেন ১৬ রান। পাকিস্তানের সানা মির ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট। এর আগে মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪৩ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

Share this post

scroll to top
error: Content is protected !!