DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

৩দিন ব্যাপী অবরোধঃ বিএনপি-জামায়াতের দখলে বগুড়া-ঢাকা-রংপুর মহাসড়ক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপি-জামায়াতের দখলে বগুড়া-ঢাকা-রংপুর মহাসড়ক। সকাল ৭টা থেকে মাটিডালি বিমান মোড় এলাকায় বিএনপির কয়েক’শ নেতাকর্মী মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় পুরো রাস্তায় কোনো ধরনের দূরপাল্লার বাস-ট্রাক যাতায়াত করতে দেখা যায়নি। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে সেখানে অবস্থান করছেন অন্যান্য নেতাকর্মীরা।

 অপরদিকে শহরতলী এলাকা চারমাথা, তিনমাথা, সাবগ্রাম, বাঘোপাড়া, এরুলিয়া এলাকায় জামায়াতের নেতৃত্বে রাস্তায় অবস্থান করছেন নেতাকর্মীরা। তারাও সকাল থেকে অবরোধ জোরদার করার জন্য অবস্থান করছেন।  পুলিশ এবং অবরোধকারীরা পাশাপাশি অবস্থানে করছেন। পুলিশ, বিজিবির স্পেশাল টিম সড়কগুলোতে টহল দিলেও কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
এদিকে মহাসড়ক যান চলাচল শূন্য হওয়ায় শতশত মানুষ পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। নারী, শিশু এবং বয়স্ক মানুষ খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছে না।
বগুড়ার দুই পাশ দিয়ে বয়ে যাওয়া মহাসড়ক বনানী ও মাটিডালি এলাকায় এখনো অবস্থান করছেন অবরোধকারীরা। তারা লাঠি হাতে বিক্ষোভ প্রদর্শন করছেন।  ফলে দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

তবে অ্যাম্বুলেন্স ও ওষুধ পরিবহনকারী যানবাহন ছেড়ে দেয়া হচ্ছে। এছাড়া মোটরসাইকেল এবং সাইকেল আরোহীরা ওই স্থান দুটিতে পৌঁছালে তাদের যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে যেতে বাধ্য করা হচ্ছে।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ করা হচ্ছে। তবে কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, এই সরকার লুট করে ধ্বংস করে দিয়েছে দেশটাকে। এর থেকে এ দেশের মানুষ মুক্তি চায়। সেই কারণে তিনদিনের অবরোধ দেয়া হয়েছে আমরা জনগণকে বলতে চাই, এই তিনদিন আপনারা একটু কষ্ট করুন। এই কষ্টের মধ্য দিয়ে বাংলাদেশে সুফল বয়ে আনবে।
 

Share this post

scroll to top
error: Content is protected !!