DMCA.com Protection Status
title="শোকাহত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হাইকোর্টে

image_113517সাংবাদিক দম্পতি সাগর সরোওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মামলার অগ্রগতি জানাতে আজ বুধবার সকালে হাইকোর্টে হাজির হয়েছেন। দুপুরে বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ মামলার শুনানি করবে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যা মামলার সর্বশেষ অবস্থা জানাতে তদন্ত কর্মকর্তাকে আজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বিচারপতি এম. ইনায়েতুর রহিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।এ কারণে আসামিপক্ষের আইনজীবী বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের আদালতে আবেদনটি উপস্থাপন করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এর পরদিন শেরেবাংলানগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের। ঐ মামলায় বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানকে গত ১০ অক্টোবর গ্রেফতার দেখানো হয়।

               
 
 

Share this post

scroll to top
error: Content is protected !!