DMCA.com Protection Status
title="শোকাহত

ইসলামবিরোধী চলচ্চিত্র মুছে ফেলতে গুগলকে আদালতের নির্দেশঃ

imagesইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব ইসলাম’ ইউটিউব থেকে মুছে ফেলতে গুগলকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের এক আদালত
চলচ্চিত্রের এক অভিনেত্রীর আবেদনের ভিত্তিতে এ নির্দেশ দিয়েছে নবম ইউএস সার্কিট কোর্ট অব আপিলস
ওই অভিনেত্রী আদালতকে জানিয়েছেন, চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে।
২০১২ সালের ওই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ইসলাম ধর্মের নবী হজরত মোহাম্মদকে (স.) ব্যঙ্গ করা হয়। এ চলচ্চিত্র ইউটিউবে আপলোড হওয়ার পর বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানরা ‘ইনোসেন্স অব ইসলাম’বিরোধী বিক্ষোভ-আন্দোলন শুরু করে।
এ সুযোগে উগ্রপন্থীরা অমুসলিমদের ওপর হামলা চালায়। লিবিয়ায় এমনই উগ্রপন্থীদের হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভান্স নিহত হন।
বাংলাদেশ, পাকিস্তানসহ বিভিন্ন দেশে ইউটিউবে প্রবেশ বন্ধ করে দেয়া হয়। বাংলাদেশে ইউটিউব খুলে দেয়া হলেও পাকিস্তানে এখনও তা বন্ধ রয়েছে। ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল এর আগে জানিয়েছিল, অভিনেতা বা অভিনেত্রীর আহ্বানে নয়, তারা শুধু চলচ্চিত্রের স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া ইউটিউব থেকে চলচ্চিত্রটি মুছে ফেলতে পারে না। যে স্ক্রিপ্ট দেয়া হয়েছিল তাতে কোনো মুসলিম বা কোনো নবীর বিষয় উল্লেখ ছিল না—পরিচালক নাকুলা বাসিলে নাকুলার এমন অভিযোগ তুলে চলচ্চিত্রের অভিনেত্রী সিন্ডি লি গার্সিয়া চলচ্চিত্রের ভিডিও সরাতে গুগলের বিরুদ্ধে মামলা করে।
আদালত লি গার্সিয়ার পক্ষে রায় দিয়ে গুগলকে ইসলামবিরোধী চলচ্চিত্রটির ভিডিও সরানোর কড়া নির্দেশ দেয়।

Share this post

scroll to top
error: Content is protected !!