DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

তিন বছর পর ইরাকে আবার যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু

 

20121016102336228734_20ইরাকের সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় শহর এরবিলে মার্কিন জঙ্গী বিমান ইসলামিক স্টেটের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালায়।

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়, দুটি এফএ-১৮ জঙ্গী বিমান আইএসের সশস্ত্র সদস্যদের লক্ষ্য করে ২২৫ কেজি লেজার নিয়ন্ত্রিত বোমা ফেলেছে। হামলা প্রসঙ্গে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, সর্বোচ্চ মহলের নির্দেশেই ইরাকে হামলা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সশস্ত্রবাহিনীকে ইরাকে হামলার অনুমতি দেন। হামলার অনুমোদন প্রসঙ্গে ওবামা বলেন, ‘গণহত্যার মত একটি আচরণের ক্ষেত্রে আমরা সতর্কতা ও দায়ত্বশীলতার সঙ্গে কাজ করতে পারি।’

গত কয়েক দিনে ইরাকের বিভিন্ন অঞ্চল থেকে কুর্দি বাহিনী পালিয়ে গেলে তাদের অস্ত্র ভাণ্ডার দখল করে নেয় আই্‌এস সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত এসব অস্ত্র উদ্ধারও মার্কিন হামলার অন্যতম উদ্দেশ্য।

ISW_map_August_7th ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু ISW map August 7th

 

Share this post

scroll to top
error: Content is protected !!