বৃহস্পতিবার সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অগ্রগতি পর্যালোচনা সভা শেষে নিজ দফতরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় নৌমন্ত্রীর পদত্যাগের দাবি অমূলক, নৌমন্ত্রীর কোনো দোষ নেই।
নৌমন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নৌযান উদ্ধারে পর্যাপ্ত যন্ত্রপাতি থাকতে হবে, আধুনিক প্রযুক্তির সংযোজন করতে হবে। আর তাই করছে এ সরকার।এটা অস্বীকার করে লাভ নেই যে এসময়ই নৌমন্ত্রণালয়ের উন্নতি হয়েছে সবথেকে বেশী।
উল্লেখ্য, গত সোমবার মাদারীপুর জেলার কাওড়াকান্দি ঘাট থেকে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা পিনাক-৬ নামক যাত্রীবাহী লঞ্চ সাড়ে ১১টার দিকে তিন শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায়।
এখন পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা যায়নি। ৩৬টি মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ পরিস্থিতিতে সবমহল থেকে নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগের জোর দাবি উঠেছে।